গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বুধবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তাঁদের আইনজীবীরা। বেলা ৩টায় আদালত জামিন বিষয় শুনানি গ্রহণ করেন। মির্জা ফখরুলের ও আব্বাসের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার।
তাঁরা আদালতে বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম মামলার এজাহারে নেই। ঘটনার দুদিন পর তাঁদের বাসা থেকে ধরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। দুজনই বয়স্ক, খুবই অসুস্থ। মানবিক দিক বিবেচনা করে তাঁদের জামিন মঞ্জুর করা হোক।
তবে রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেছেন।