পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশের বইমেলা

book fair-dainikbhashwakar
Spread the love

ফেব্রুয়ারির প্রথম দিন ২০২৩ সালের অমর একুশে বইমেলা শুরু করতে যাচ্ছে বাংলা একাডেমি। করোনা অতিমারির কারণে গত দুটি বইমেলা ঐতিহ্যবাহী রীতি অনুসারে ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হতে পারেনি। এবার মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলা একাডেমির মূলমঞ্চে প্রধান অতিথি হিসেবে অমর একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে করোনা পরিস্থিতির কারণে তিনি মঞ্চে উপস্থিত না থেকে ভার্চু৵য়ালি গত দুটি মেলার উদ্বোধন করেছেন। ২০২১ সালের ১৮ এপ্রিল এবং চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মেলা শুরু হয়েছিল। 

এবারের মেলাও হবে দুটি অংশে। বাংলা একাডেমির মাঠে থাকবে সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্টল। সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ থাকবে প্রকাশকদের জন্য। প্রকাশনার সব স্টল থাকবে স্বাধীনতাস্তম্ভের সামনে থেকে উদ্যানের পশ্চিম অংশে। শিশুদের বইয়ের কর্নার থাকবে মুক্তমঞ্চের কাছে। এই অংশে এবার অন্য কোনো স্টল থাকবে না। ফলে যাঁরা শুধু বই কিনতে চান, তাঁদের আর পূর্ব–পশ্চিম দুই প্রান্ত ঘুরতে হবে না। 

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *