আশা দেশের সেরা করদাতা এনজিও

asha-dainikbhashwakar
Spread the love

বেসরকারি সংস্থা তথা এনজিওগুলোর মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়েছে আশা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতাদের যে তালিকা করেছে, সেখানে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নাম উঠে এসেছে আশার।

আশা ছাড়াও এ তালিকায় রয়েছে আরও তিনটি এনজিও। সেগুলো হলো—ব্যুরো বাংলাদেশ, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস বা উদ্দীপন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক। চারটি প্রতিষ্ঠানই ঢাকার কর অঞ্চল-৫-এর করদাতা প্রতিষ্ঠান। সেরা করদাতা এনজিওর তালিকায় শীর্ষে রয়েছে আশার নাম। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন ও রিক।

সেরা করদাতা নির্বাচিত হওয়া এনজিও আশা কার্যক্রম শুরু করে ১৯৭৮ সালে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শফিকুল হক চৌধুরী এটির প্রতিষ্ঠাতা। বর্তমানে সারা দেশে সংস্থাটির ৩ হাজার ৭৩ শাখা রয়েছে। গত নভেম্বর পর্যন্ত আশার বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ১৯৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *