বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন শোনা যায়, ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন বিশ্বজাপজয়ী তারকা। পিএসজিতেই থাকছেন তিনি।
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। আগামী বছর জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বিশ্বসেরা এ ফুটবলারের।
এর মধ্যেই বিশ্বকাপ জয় করে দেশে ফিরে পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি। ফলে ফরাসি ক্লাবটিতেই থাকছেন আর্জেন্টাইন জাদুকর।