লালমনিরহাটের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ওপারে ভারতের বড় মধুসূদন গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় আরও এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আবদুর সামাদের ছেলে নাজির হোসেন ওরফে মংলু (৪০) ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)। গুলিবিদ্ধ অন্যজন হলেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু হোসেন (২৫)। তিনি বর্তমানে রংপুরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে দোলাপাড়া সীমান্ত দিয়ে নাজির হোসেন, সাদিক হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল ভারতের বড় মধুসূদন গ্রাম থেকে অবৈধ পথে গরু আনতে যায়। ভোররাতের দিকে তাঁরা গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের কাছে এসে ভারতের বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের মুখোমুখি হন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ভারতের ভেতরে শূন্যরেখায় নাজির হোসেন, সাদিক হোসেন ও সাজু হোসেন গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলে নাজির ও সাদিক নিহত হন। পরে তাঁদের সঙ্গীরা গুলিবিদ্ধ সাজু ও নিহত দুজনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।