সচল হলো টুইটার ৩ ঘণ্টা পর

twitter-dainikbhashwakar
Spread the love

প্রায় তিন ঘণ্টা পর ত্রুটি দূর করে আবার সচল হয়েছে টুইটার। অনলাইন সেবা বিঘ্নের বিষয় নজরদারি করার সাইট ডাউন ডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার পর থেকে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারে সমস্যা দেখা দেয়। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণে এ সমস্যা হওয়ায় মুঠোফোন ও কম্পিউটার থেকে টুইটার ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রায় ১০ হাজার ব্যবহারকারী। সকাল সাড়ে ৯টার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় টুইটার।

ব্যবহারকারীদের অভিযোগ, নাম এবং পাসওয়ার্ড লেখার পরও টুইটারে প্রবেশ করা যাচ্ছিল না। এ সময় স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি এরর বার্তাও দেখা যায়। অনেকে মুঠোফোন থেকে টুইটারে প্রবেশ করতে পারলেও টুইট পাঠাতে পারেননি। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর সমস্যার সমাধান করলেও সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি টুইটার কর্তৃপক্ষ।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *