মসজিদভর্তি মুসল্লিদের নিয়ে তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম। এমন সময় বিড়াল এসে ইমামের কাঁধে উঠে বসে। বিরক্ত না হয়ে বিড়ালকে আদর করতে থাকেন সেই ইমাম। গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদের লাইভ ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের কাছে সেই বিড়াল নিজের মুখও নিয়ে যায়। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে চলে যায়।
আল-অ্যারাবিয়া সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম। সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন। তার তারাবির নামাজের লাইভ ভিডিও ফেসবুকে সম্প্রচার হয়।
বিড়ালের প্রতি ইমামের সদয় আচরণে মুগ্ধতা প্রকাশ করেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর প্রশংসা করেন। টুইটারে একজন লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহ নামাজের সময় আদুরে বিড়াল দিয়ে আপনার ঈমানের পরীক্ষা করেছেন। চমৎকার দৃশ্য।
আরেকজন লিখেছেন, ইমাম এতটাই অমায়িক ছিলেন যে নামাজ অব্যাহত রেখে বিড়ালকেও আদর করে গেছেন। সত্যিই তিনি উত্তম চরিত্রের অধিকারী। আসুন, আমরা প্রাণীদের ভালোবাসি।