বড় শিল্প গ্রুপের মুড়ি চানাচুর মসলার ব্যবসা মানায় নাঃ এনবিআর চেয়ারম্যান
আগামী বাজেটে ধ্যানের ওপরও করারোপ হবে, আইএফএ’র শর্তপূরণে কর-জিডিপির অনুপাত বাড়বে ৭ শতাংশ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘এখন সময় এসেছে কে কোন ব্যবসা করবে তা ঠিক করার। কিন্তু বড় শিল্প গোষ্ঠীগুলো যদি মুড়ি, চানাচুর আর মসলা বানায় তাহলে মানায় না। এখন বড় শিল্প গ্রুপগুলোর উচিত বিমান বানানো কিংবা ভারী শিল্পে বিনিয়োগ…