মার্কিন নৌবাহিনী বেলুনের ধ্বংসাবশেষ নিয়ে কাজ করছে

Cinisese-balloon-usa-collected
Spread the love

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চীনের নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে। স্থানীয় সময় শনিবার মার্কিন সেনাবাহিনী বেলুনটি আটলান্টিক সাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করে। জানুয়ারির শেষ দিন থেকে চীনের বেলুনটি আমেরিকার উত্তরাঞ্চলের আকাশের উচ্চসীমায় দেখা যায়, যা পরে গুলি করে নামানো হয়।

নর্থ আমেরিকান অ্যারোস্পেসের ডিফেন্স কমান্ড জেনারেল গ্লেন ভ্যানহারক বলেন, ‘আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এতে সহায়তা করছে।’ যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দেয়।

চীন জানায়, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা যায়, প্রকৃতপক্ষে তা ছিল আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে।

তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি ‘বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক’ উপকরণ ছিল।

চীনের বেলুন ধ্বংস করতে চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে সেটি ধ্বংস করা হয়।

বেলুনটি ধ্বংসে অভিযান চালানোর সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ছোট একটি বিস্ফোরণের পর বেলুনটি নিচের দিকে পড়ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *