১৪ জনের করোনা শনাক্ত ২৪ ঘণ্টায়

corona-dainikbhashwakar
Spread the love

সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আগের দিন ১৭ জনের করোনা শনাক্ত হয়।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ৮ জন, চট্টগ্রামের ৪ জন ও রাজশাহীর ২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৬৭৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক শূন্য ৭।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০২ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৯২৩ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *