হজ পালনে সরকারি-বেসরকারি সব প্যাকেজে এবার এক লাখ টাকা খরচ বাড়তে পারে। সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্যাকেজের বিষয়ে আজ বুধবার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে হজযাত্রীদের বিমানভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, গত বছর যা এক লাখ ৪০ হাজার টাকা ছিল।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুধু বিমান ভাড়াই নয় টাকার সঙ্গে রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে হজের খরচ গত বছরের তুলনায় কিছুটা বাড়বে। সংকট দেখা দিতে পারে ডলার নিয়েও। করোনার কারণে গত বছর হজযাত্রীর সংখ্যা কম ছিল। এবার হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাসা ভাড়াও বাড়বে। ফলে সরকারি-বেসরকারি হজ প্যাকেজের খরচ ৯০ হাজার ১ লাখ ২০ হাজার টাকা বাড়তে পারে। এছাড়া সৌদি আরবের মোয়াল্লেম (যিনি হজের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন) ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ এখনও জানা যায়নি। সৌদি সরকার তাদের খরচ না জানালে নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে হজের এ খরচ চূড়ান্ত করা হবে। কারণ, গত বছর মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ বেড়ে যাওয়ায় প্যাকেজ ঘোষণার পর হজের খরচ আরো ৫৬ হাজার টাকা বাড়িয়েছিল সরকার। সৌদি সরকার তাদের মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ নির্ধারণের ওপর পরবর্তীতে হজের খরচ আরো বাড়তে পারে।