দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৫ জনে।
আবার একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫৩ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫৩ জন যাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩২৭ জন ও ঢাকার বাইরের ১৩২৬ জন।
এবছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০,৩৪১ জন এবং তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩,৬৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬,৬৬৫ জন।
তার মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১,৯৩৭ জন যাদের বাসিন্দা ১৮,৭৪৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৩,১৯৩ জন।