বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগে এটাই ছিল সিটির প্রথম ম্যাচ। এর আগে লিগ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির জয়ের ম্যাচেও গোল করেছিলেন হলান্ড। কাল নেমেছিলেন শৈশব থেকে যে দলকে সমর্থন করেন, সেই লিডসের বিপক্ষে।
লিডস ইউনাইটেডকে ৩–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। যথারীতি গোল পেয়েছেন সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ২০ গোলের রেকর্ডটিও কাল নিজের করে নিয়েছেন নরওয়ের এই তারকা।
কিন্তু সিটির প্রতিপক্ষ দলগুলোর ডিফেন্ডারদের জন্য এর চেয়েও বড় দুঃসংবাদ আছে। সিটি কোচ পেপ গার্দিওলা মনে করেন, হলান্ড এখনো নিজের সেরাটা দেখাননি। আর হলান্ডকে পেয়ে বসেছে জেদ। বিশ্বকাপে খেলতে না পারার ক্ষোভটা হলান্ড যেন ক্লাব ফুটবলে মেটানোর পণ করেছেন। তা না হলে, জোড়া গোল করেও হলান্ড কেন আরও তিনটি গোল করতে না পারার আক্ষেপ করবেন!