সাকিবদের পাঠশালায় আবারও শিক্ষক হাথুরু। দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের কোচ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা সুসংবাদ কতটা দুঃসংবাদ। পাঁচ বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের ‘হেডমাস্টার’।
এবারও কী তাকে দেখা যাবে কড়া হেড স্যারের ভূমিকায়। নাকি কঠোরতার আবরণ খসিয়ে কোমলতায় কাটিয়ে দেবেন দুই বছর। এসব কথা ওঠার কারণ, প্রথম মেয়াদে (২০১৪ থেকে ২০১৭) দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।
বিসিবি কিন্তু ঘোরতর আশাবাদী হাথুরুকে নিয়ে। তারা মনে করছে বিশাল একটা কাজ করে ফেলেছে। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা বুধবার তাদের অনলাইন সংস্করণে ‘নতুন কোচ খুঁজে পেল না বিসিবি। আগের বাতিল কোচকে ফিরিয়ে আনল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।