আজ ৫ মে ২০২৪, জনতা ব্যাংক রায়েরবাজার শাখার নতুন ভবন ড্রিম কহিনুর ভিলাতে উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রিম ওয়ার্ল্ড প্রোপার্টি এর মেনেজিং ডিরেক্টর এম ডি আবুল হাশেম, ধানমণ্ডি এলাকার ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড কমিশনার শিরিন গাফফার এবং জনতা ব্যাংক রায়েরবাজার শাখার পরিচালকবৃন্দ।
এখন থেকে এলাকার সবাই এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারবে।
ঠিকানাঃ ১০৪ রায়ের বাজার স্কুল রোড, ঢাকা-১২০৯। ( ঠিক রায়ের বাজার স্কুলের বিপরিতে)