২৫২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়!

Malaysia-te-252-Bangladeshi-atok
Spread the love

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ নেওয়া সার্বজনীন অভিযোগের মধ্যে পাস পত্র অথবা পারমিটের অপব্যবহার এবং বিদেশি নাগরিকদের অনুমতির মেয়াদ শেষ হওয়া পরেও তাদের আটক করা হয়েছে। শনিবারে তিনটি ফ্ল্যাটে আটক করা হয়েছে এই ৪২৫ জন বিদেশি নাগরিকের। এই আটক কৃত ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি রয়েছে। অন্যান্য দেশের বাংলাদেশি বিদেশি সংখ্যা ১০৮, মিয়ানমারের ৩০, ইন্দোনেশিয়ার ২০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ এবং ফিলিপাইনের ২ জন রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিন বলেন, বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতির অপব্যবহার, মেয়াদ শেষ হওয়া পরেও পরিচয় শনাক্তকরণ (আইডি) কার্ড না থাকা ছাড়াও বিভিন্ন অভিযোগে বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে। এই ব্যক্তিদের বিচার করার আগে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ১৯৫৯ সালের অভিবাসন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধি অনুসারে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব বিদেশি নাগরিকদের নিয়োগ ও প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের কঠোর শাস্তি প্রয়োগ করা হবে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *