মৃত ডলফিন ভেসে এলো কুয়াকাটা সৈকতে

dolphin
Spread the love

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৫ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটে ফাটা রয়েছে এবং লেজে দাগ দেখা যাচ্ছে।

রবিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্বে স্থানীয় ফ্রাই মার্কেটের সংলগ্নতায় ডলফিনটি দেখতে পেতে গেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে, গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু’টি মৃত ইরাবতী ডলফিন সমাবেশ করেছিল।

জুয়েল জানিয়েছেন, বিকেলে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে এখানে ডলফিনটি দেখতে পেয়েছেন। স্থানীয় লোকের সাথে কথা বলে জেনেছেন, এটি সকালের জোয়ারে এখানে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরে এখানে মোট ৪টি ইরাবতী ডলফিন এবং ২২ বছরে মোট ১৯টি মৃত ও জীবিত ডলফিন দেখা গিয়েছে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলি এভাবে মারা যাচ্ছে। আজকাল আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি সম্ভবত পরীক্ষা করার জন্য স্যাম্পল সংগ্রহ করা হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছেন যে, মাঠ পর্যায়ের কর্মকর্তারা মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছেন ডলফিনটিকে।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *