মিসেস ওয়ার্ল্ড ২০২২-এ বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল।
রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনের আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে। সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল। ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’
২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন; যদিও ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১ বছর পর ভারতে মুকুট আনলেন সারগাম।
৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, আধেয় লেখক ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন।