উত্তর কোরিয়া গত বছর যেন ক্ষেপণাস্ত্র ছোড়ায় রেকর্ড করেছে। এখন পর্যন্ত দেশটি যত ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তার এক–চতুর্থাংশই ছুড়েছে ২০২২ সালে।
২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল গত বছর। উত্তেজনা আর হুমকি-ধমকিতে তো গত বছর পার হলো। নতুন বছরে পরিস্থিতি কোনদিকে যাবে। সেটাই এখন ভাবার বিষয়।
গত বছরের শেষদিকে উত্তর কোরিয়া সফলভাবে সবচেয়ে শক্তিশালী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। হুয়াসং ১৭ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো জায়গায় আঘাত করতে সক্ষম।
পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও সীমিত করার ঘোষণা দিয়েছেন উন। গত বছরের সেপ্টেম্বরে তিনি উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের দেশ হিসেবে ঘোষণা দেন। উন বলেন, শুধু যুদ্ধ প্রতিরোধে এসব পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না। তবে যুদ্ধে জয়ী হওয়ার জন্য এসব ক্ষেপণাস্ত্র আক্রমণাত্মকভাবে ব্যবহার করা হতে পারে।