অনুশীলনের সময় নুরুল হাসান হঠাৎই ব্যথায় কাতরে ওঠেন । ব্যথা সহ্য করেই তিনটি বল খেলেছেন। দৃশ্যটা গতকাল রংপুর রাইডার্সের অনুশীলনের। নুরুলকে দেখে মনে হচ্ছিল, দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছিল তাঁর। তাই নেট ছেড়ে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ব্যাটিংয়ে যেতে চাচ্ছিলেন নুরুল।
কিন্তু রংপুরের কোচ সোহেল ইসলাম তাঁকে ব্যাট ধরতে দিচ্ছিলেন না। রাগ, হতাশা আর অসহায়ত্বের কারণে তখন নুরুলকে ব্যাট ছুঁড়ে মারতে দেখা যায়। কিছুক্ষণ পর দলের অনুশীলনের মাঝখানেই হোটেল ফিরে যান। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নুরুলকে ছাড়াই খেলতে নেমেছে রংপুর। দলটির অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ শোয়েব মালিক।
রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম অবশ্য জানিয়েছেন, নুরুলের চোট গুরুতর নয়। দলের আরেকটি সূত্র থেকে জানা গেছে, নুরুলের চোট থেকে সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে। চোটের সঙ্গে নুরুলের এই লড়াই গত বছরের জিম্বাবুয়ে সফর থেকেই। আঙুলের চোটের কারণে সেই সফর থেকে দেশে ফিরে আসতে হয় নুরুলকে। চোটের কারণে তাঁকে ছাড়াই বাংলাদেশ দল এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলেছে। ওই সময় সিঙ্গাপুর গিয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন নুরুল।
কিন্তু অস্ত্রোপচারের পরও নুরুলের চোট সারেনি। গত বছর নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেছেন। ঘরের মাঠে ভারত সিরিজেও ব্যথার সঙ্গে লড়াই করেছেন। ব্যথানাশক ওষুধ নিয়ে খেলতে হয়েছে তাঁকে। ভারত সিরিজ শেষ হতে না হতেই বিপিএলের প্রস্তুতি শুরু হয়।