‘পাঠান’ দেখে দর্শকেরা কী বলছেন

Pathan-collected
Spread the love

আলোচনা ও বিতর্ক নিয়ে বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিনেমাটির প্রথম শো দেখতে ভোর থেকেই হলের সামনে ভিড় করেন আগ্রহী দর্শকেরা। ভারতের বিভিন্ন জায়গা সকাল ছয়টা থেকে প্রথম শো শুরু হয়। তবে বেশির ভাগ সিনেমা হলে শো শুরু হয় সকাল নয়টা থেকে। সিনেমাটির প্রথম শোর বিরতিতেই একাধিক দর্শক অর্ধেক সিনেমা দেখেই সংক্ষিপ্ত রিভিউ দেন। কেউ ভারত ও দেশের বাইরে থেকে সিনেমাটি দেখে রিভিউ লেখেন। পাঠান দেখে এসব দর্শক কী বলছেন?

বলিউডে যেন হারিয়ে যেতে বলেছিল—এ কথা বলিউড-বিশ্লেষকদের। কারণ, গত বছর সাড়া জাগাতে পারেনি কোনো বলিউড সিনেমা। এর মধ্যেই বলিউডের জন্য সোনায় সোহাগা হয়ে এল ‘পাঠান’। শাহরুখের এই সিনেমা এখন ভারতের তুমুল আলোচনায়। বিচ্ছিন্ন কিছু বিতর্ক কিংবা বয়কটের মতো ঘটনা বৃহৎ দর্শকদের মাথা নেই। তাঁরা সিনেমাটি দেখতে চান। তার প্রমাণ দিয়েছেন ভারতের শাহরুখপ্রেমীরা। সিনেমাটি দেখতে শাহরুখ ভক্তরা কলকাতাসহ বেশ কিছু স্থানে মিছিল করেছেন।

‘পাঠান’ সিনেমার ট্রেলার দেখার পর থেকে আলোচনায় আসে সিনেমাটির মারপিটের দৃশ্য। আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মারপিটের দৃশ্যগুলোর প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা। চলচ্চিত্র সমালোচক সুচিন মেহরোত্রা বেলা ১১টার দিকে টুইটে ‘পাঠান’-এর প্রশংসা করে লিখেছেন, ভারতীয় সিনেমায় শাহরুখের অ্যাকশনে দৃশ্যগুলো অসাধারণ। বিশেষ করে ক্রেডিট লাইনের অ্যাকশনকে তিনি ‘মারভেল’-এর সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

শাহরুখের ‘পাঠান’ নিয়ে ভক্তদের আগে থেকেই প্রত্যাশা ছিল অনেক বেশি। সিনেমা দেখে কতটা পূরণ হলো? শাহরুখের ভক্ত টুইটে লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য। “পাঠান”-এর সঙ্গে জিমের (জন আব্রাহাম) মারামারির দৃশ্য নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তবে শাহরুখ ও জনের দৃশ্যগুলো অ্যাভারেজ প্রত্যাশা ছিল। সেখানে তারা প্রত্যাশা পূরণ করেছে।’ আরেক ভক্তে লিখেছেন, ‘হাইভোল্টেজ অ্যাকশন সিনেমা। সঙ্গে দারুণ গল্প! পরিচালক সিদ্ধার্থ আনন্দ তাঁর সেরাটা দিয়েছেন। শাহরুখ খানের অভিনয় দারুণ। জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন—তাঁরাও দারুণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে মনে হলো, আবার বলিউডের ত্রাণকর্তা ফিরেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *