দীর্ঘ চার বছরেরও অধিক সময় পর সমালোচকদের দাঁতভাঙা জবাব দিয়ে দুর্দান্তভাবে ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনে ৫৭ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড করে ‘পাঠান’। আর সপ্তাহ শেষে সেই রেকর্ড যেন পাহাড় ছুঁতে চলেছে! মাত্র সাত দিনে বিশ্বব্যাপী ৬৩৪ কোটি রুপি আয় করেছে শাহরুখের ‘পাঠান’।
বুধবার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ‘পাঠান’ হিন্দি সিনেমার ইতিহাসে এক সপ্তাহে সর্বোচ্চ বক্স অফিস আয় করেছে। বিশ্বব্যাপী ৬৩৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি, যার মধ্যে শুধু ভারতে ৩৯৫ কোটি আয় তুলে নিয়েছে। বিদেশের বাজারে ২৩৯ কোটি রুপি আয় করেছে ‘পাঠান’।