বিশাল জয় পেয়েছে পর্তুগাল তাও আবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই! লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১২ মিনিটে গনসালো ইনাসিও প্রথম গোলের মদ্ধ্য দিয়ে লিড নেয় পর্তুগাল। ১৮ ও ৩৪ মিনিটে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার গনসালো রামোস আর প্রথমার্ধের ইনজুরি সময়ে ইনাসিও নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।
দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন ডিয়েগো জটা, ৫৭ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই লিভারপুল তারকা। ৬৭ মিনিটে রিকার্ডো হোরতা আর ৭৭ মিনিটে জটা করেন আরও এক গোল। ৮৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেস আর ৮৮ মিনিটে জাও ফেলিক্সও একটি করে গোল করলে ৯-০র বড় জয় পায় পর্তুগাল।