দেশে পাঁচ জেলায় একদিনের ব্যবধানে মৃদু তাপপ্রবাহের পরিবর্তন হয়েছে। গতকাল শনিবারের চেয়ে শুক্রবার বৃষ্টিপাত কমে গিয়েছিল, যে কারণে মৃদু তাপপ্রবাহ সম্প্রসারিত হয়েছে। এক্ষেত্রে আগামী বৃহস্পতিবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার, আগামী আগস্টের প্রথম সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, গতকাল রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার ও ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহে বৃদ্ধি হয়েছে, এখনো তা স্থায়ী হয়নি। আজও মৃদু তাপপ্রবাহের চলাচল অব্যাহত থাকতে সম্ভাবনা রয়েছে। তবে, আজ খুব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কিছু দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রা
গতকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এটিকে জুলাই মাসের বর্তমান তাপমাত্রা স্বাভাবিক বলে ধারণা করা হয়নি। গত কয়েক বছরে জুলাই মাসে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা গেছে, কিন্তু এবার জুলাই মাসে গতকাল পর্যন্ত স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। সেই সাথে কিছুটা মৃদু তাপপ্রবাহ বিদ্যমান হওয়ার কারণে আবহাওয়াবিদদের কাছে এটি অস্বাভাবিক ঘোষণা হিসেবে দেখা গেছে।
বৃষ্টি না হবার কারনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে এই গরমেই। তারা বলছে আগের মত বৃষ্টি হলে তাদের সাভাবিক জীবন যাত্রায় ফিরে আসতে সুবিধা হবে।