মেসি মাঠে ফিরছেন না ১১ জানুয়ারির আগে

messi-dainikbhashwakar
Spread the love

আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় এরই মধ্যে ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু লিওনেল মেসি এখনো রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিশ্বকাপের ধকল আর শিরোপা–উৎসব শেষ করে তাঁর পিএসজিতে ফিরতে একটু দেরিই হবে।

মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক, তাই অন্যদের চেয়ে তাঁর দায়িত্বও একটু বেশি। এ ছাড়া আর্জেন্টিনা দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও ৩৫ বছর বয়সী মেসি। সব মিলিয়ে বাড়তি একটু বিশ্রাম তাঁর প্রাপ্যই। তাই এখনই তাঁর ফেরা হচ্ছে না ফ্রান্সের ক্লাব পিএসজিতে।

বিশ্বকাপ–বিরতি শেষে পিএসজি মাঠে নামবে আগামীকাল। ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ‘ওয়ান’–এ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। এ ম্যাচে হয়তো কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে পাবে পিএসজি। কিন্তু মেসিকে যে পাচ্ছে না, সেটা নিশ্চিত।
তাহলে কবে মেসিকে পাবে পিএসজি?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্তসের খবর অনুযায়ী মেসি পিএসজির অনুশীলনে ফিরবেন ৩ জানুয়ারি। তার মানে বিশ্বকাপের পর প্রথম তিনটি ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ককে পাচ্ছে না পিএসজি। আগামীকাল স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের পর ১ জানুয়ারি লিগ ‘ওয়ান’–এ তে লাঁসের বিপক্ষেও থাকবেন না মেসি।

এরপর ফ্রেঞ্চ কাপে পিএসজি খেলবে শাতোরুর বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৬ জানুয়ারি। কাপের ম্যাচ বলে এ ম্যাচেও না খেলার কথা মেসির। স্বাভাবিক পরিস্থিতিতেও এ ধরনের অগুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের সাধারণত বিশ্রাম দিয়ে থাকে বড় দলগুলো।

সব মিলিয়ে মেসি তাই ১১ জানুয়ারির আগে মাঠে ফিরছেন না মেসি। সেদিন ফ্রেঞ্চ লিগ ‘ওয়ান’–এ ঘরের মাঠে অঁজার বিপক্ষে খেলবে পিএসজি। ওই দিন মেসিকে ফরাসি ফুটবলপ্রেমীরা কীভাবে গ্রহণ করে, সেটি দেখার অপেক্ষায় আছে বিশ্ব। কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে হারিয়েই যে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *