কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবের মত পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসি টিভির মাধ্যমে আমরা মনিটরিং করছি। স্মার্ট ট্যাবলেটের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি।
আজ মঙ্গলবার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় কমিশনার বলেন, নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা সঠিকতা নিশ্চিত করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি। আপনারা আরো অপেক্ষা করুন। পরে আরো তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।
সিইসি বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানব। আশা করি, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুরে ভোট গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।
আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।