কয়েক দিন ধরেই অযোধ্যা শহরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করছেন শহরের গুটিকয়েক সাধু। সিনেমা নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে অভিনেতা শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। বিক্ষোভের মধ্যে শাহরুখ খানের পোস্টার পুড়িয়ে পরমহংস আচার্য নামের এক সাধুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে পরমহংস বলেন, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাঁকে সামনে পাই, তাহলে তাঁকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সিনেমার ‘বেশরম রং’ গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে কয়েকটি ধর্মীয় সংগঠন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
সিনেমা টি নিয়ে বিজেপি নেতা ও কয়েকটি ধর্মীয় সংগঠন শাহরুখ খানের বিরুদ্ধে অবস্থান নিলেও বলিউডের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ খান। ২৮তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান সাংবাদিকদের বলেন, ‘সবাই আমার পাশে দাঁড়িয়েছে বলে আমি গর্বিত। এই সমর্থন প্রমাণ করে, বাইরের মানুষ যা-ই বলুক না কেন, আমরা ইতিবাচক থাকব।’