নয়নতারা অভিনয় ছাড়ছেন !
নয়নতারা দক্ষিণ ভারতীয় সিনেমার শীর্ষ নায়িকা। টলিউড জয় বলিউডকে চমকে দিতে চলেছে। সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। শোনা গিয়েছিল, ক্যারিয়ারে যখন মন্দা চলছে ঠিক তখনই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা। ইন্ডিয়া টিভির খবর। গত বছর নয়নতারা যমজ সন্তানকে স্বাগত জানান। তার ব্যস্ততা এখন তাদের নিয়ে। তাই অভিনয় থেকে বিরতি…
