নয়নতারা অভিনয় ছাড়ছেন !

Nayantara-collected
Spread the love

নয়নতারা দক্ষিণ ভারতীয় সিনেমার শীর্ষ নায়িকা। টলিউড জয় বলিউডকে চমকে দিতে চলেছে। সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

শোনা গিয়েছিল, ক্যারিয়ারে যখন মন্দা চলছে ঠিক তখনই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা। ইন্ডিয়া টিভির খবর।

গত বছর নয়নতারা যমজ সন্তানকে স্বাগত জানান। তার ব্যস্ততা এখন তাদের নিয়ে। তাই অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান এই অভিনেত্রী। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, নয়ন অভিনয়ের বদলে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানে মনোযোগ দিতে চান। তবে এ বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছিল ‘কানেক্ট’ ছবিতে।

গত বছর নয়নতারা গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা বিঘ্নেশ শিবানের সঙ্গে। বিয়ের চার মাস পর তিনি একটি সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার জন্য তিনি অন্যের গর্ভ ভাড়া নেন। এ জন্য তাকে সমালোচিত হতে হয়েছে। কিন্তু এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *