মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? – মোনালির চেহারার পরিবর্তন মানতে পারছেন না ভক্তরা
একটি রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করছেন মোনালি। এই সেটে ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সেট থেকেই একটি নিজস্বী তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন গায়িকা। কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম। কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য…