মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? – মোনালির চেহারার পরিবর্তন মানতে পারছেন না ভক্তরা

monali-collected
Spread the love

একটি রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করছেন মোনালি। এই সেটে ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সেট থেকেই একটি নিজস্বী তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন গায়িকা। 

কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম। 

কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য হলাম। কারো মন্তব্য, মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? একজন লিখেছেন, আপনার নাকে কী হয়েছে?

একজন লিখেছেন, মানুষ নিজেকে নিয়ে কখনো সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম। আরেকজন লিখেছেন, একটা সময় কত সুন্দর ছিল, যা ঈশ্বর প্রদত্ত। কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিস কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আগে যেমন গলা ছিল তেমনি সুন্দরী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *