ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ থেকে । এর পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। ইংলিশদের বিপক্ষে হোম সিরিজে উইকেট কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার বলেছেন, ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল। যে কোনো অবস্থায় খেলতে প্রস্তুত তারা। স্পিন বলছে এবং পেস বলছে তারা সব উইকেটেই শক্তিশালী।
পাপন আরও বলেন, আমি মনে করি সাম্প্রতিক সময়ে যে ধরনের উইকেটে খেলছি, ইংল্যান্ড সিরিজেও সেটাই হবে। যেমন ভারতের বিপক্ষে আমি যে উইকেটে খেলেছি সেটা হতে পারে।
অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত অনুযায়ী উইকেট হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচের চেয়ে অধিনায়কের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। দল দেওয়ার পর অধিনায়ক কোচের সঙ্গে কথা বলে উইকেটের বিষয়ে সিদ্ধান্ত নেন। আমরা কোনো অস্বাভাবিক উইকেটে খেলব না। উইকেটে যেমন খেলেছি, তেমনই হবে।