চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯১ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শনিবার সেঞ্চুরি করেছেন ভিরাট কোহলি।
এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে ছাড়িয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে অংশ নিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন শচীন টেন্ডুলকার। ৫৬০ ম্যাচে ৭১টি সেঞ্চুরি করে এতদিন শচীনের ঠিক পরেই ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।
শনিবার বাংলাদেশ দলের বিপক্ষে চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৯১ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশন তথা শচীনের পাশে নিজের স্থান করে নেন কোহলি।
পন্টিংয়ের চেয়ে ৭৯ ম্যাচ কম খেলে মাত্র ৪৮১ ম্যাচেই ৭১টি সেঞ্চুরি হাঁকান কোহলি।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন কোহলি এভাবে ধারাবাহিক সেঞ্চুরি করতে পারলে কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন।