ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে একেকটি ব্লেজার সাড়ে চার হাজার থেকে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়। তবে নন–ব্র্যান্ডের ব্লেজারের দাম কিছুটা কম। তাই বেশির ভাগ মানুষ নন–ব্র্যান্ডের ব্লেজার কিনে।
ডিসেম্বরের শুরুতে শীত কম থাকলেও মাসের শেষে বাড়তে শুরু করেছে। আর তাতেই চাঙা হয়ে উঠছে ব্লেজারের বেচাকেনা। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি, শীতকালের এই তিন মাসকে ব্লেজার বিক্রির মৌসুম। ক্রেতাদেরও একটি বড় অংশ এ সময় সোয়েটার বা চাদরের পরিবর্তে ব্লেজার পরতে পছন্দ করেন।
ঢাকার বিভিন্ন জায়গায় ব্লেজারের বেশ কিছু মার্কেট রয়েছে। এলিফ্যান্ট রোডে ব্লেজার ও স্যুট বিক্রির শতাধিক দোকান ও কারখানা আছে। আর কেরানীগঞ্জে আছে বড় পাইকারি বাজার। সেখান থেকে সারা দেশে সাশ্রয়ী দামের ব্লেজার যায়। এর বাইরে ঢাকাসহ বড় শহরগুলোয় আছে বেশ কিছু ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র।