গত কয়েক দিন ধরেই মারাত্মক পর্যায়ে পৌঁছেছে রাজধানীর ঢাকার বায়ুদূষণের মাত্রা । প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় দিল্লিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসছে ঢাকার নাম।
সোমবারও একই চিত্র দেখা গেল। এদিন বেলা পৌনে ১১টার দিকেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৪০ নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল রাজধানী ঢাকা। এর আগের দুইদিনও একই রকম পরিস্থিতি দেখা যায়। যদিও এই তালিকা ওঠানামা করছে।এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, ঢাকার পরে রয়েছে ভারতের দুই শহর দিল্লি। ভারতের রাজধানী শহরের স্কোর ২৭৮। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটির স্কোর ১৮৭। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের শহর উহান (১৭৮)। পঞ্চম স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশবেক (১৭৮)। ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৫)।