ইনজুরি থেকে ফিরে নতুন শুরু করতে চান তৌহিদ হৃদয়

towhid-hridoy-collected
Spread the love

চলতি বিপিএলে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু ইনজুরিতে পড়ে এই তরুণ এখন মাঠের বাইরে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৪ ম্যাচ খেলে ব্যাট করেছেন ৩টিতে। আর ৩টি ইনিংসেই তিনি খেলেছেন নজরকাড়া ইনিংস, হাঁকিয়েছেন হ্যাটট্রিক হাফ সেঞ্চুরিও।

কিন্তু সিলেটের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে হাতে চোট পেয়ে লেগেছে ৮ সেলাই। হৃদয় আপাতত তাই আছেন মাঠের বাইরে। মিস করেছেন চট্টগ্রাম পর্বে সিলেটের হয়ে ২টি ম্যাচ।শনিবার অবশ্য ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে অনুশীলন করেছেন হৃদয়। এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানিয়েছেন, দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশার কথা।

তিনি বলেন, ‘এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করতেছি। আমার সেলাই কাটা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ। আমার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবে কবে থেকে ফিরবো।’

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে শেষ ম্যাচে করেছেন ৪৬ বলে ৮৪ রান করেছেন হৃদয়। তবে চোট কাটিয়ে এসে যে আবারও পুরোনো ফর্মে ফেরা সহজ হবে না, সেটা জানেন তিনিও। যদিও হৃদয়ের আশা, শেষ থেকেই শুরু করতে পারবেন আবার।

তিনি বলেন, ‘আমি বলতে পারতেছি না। তবে আমি চেষ্ট করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

হৃদয় আরও বলেন, ‘আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি মনে করি যত সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায় ততই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *