উত্তরা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি মিরপুরের পল্লবী স্টেশনে থামে সকাল ৮টা ৩৫ মিনিটে। যাত্রী ওঠার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও আসতে যাত্রীদের সময় লেগেছে মাত্র ৭ মিনিট।
গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু হয়। এত দিন দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন। আজ বুধবার থেকে পল্লবী স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। তবে চালুর প্রথম দিনে উল্লেখযোগ্য যাত্রী চোখে পড়েনি। অনেকে এসেছেন ঘুরতে। আবার অনেকে অফিসে যাওয়ার উদ্দেশ্য পল্লবী থেকে ট্রেনে করে আগারগাঁও ও উত্তরায় গেছেন। আগের ঘোষণা অনুযায়ী সকাল ৮টায় পল্লবী স্টেশনের গেট খুলে দেওয়া হয়।
সরেজমিন দেখা যায়, আগারগাঁও থেকে পল্লবী বা উত্তরা স্টেশনে যাওয়ার যাত্রী কম। তুলনামূলক আগারগাঁও আসার যাত্রী বেশি। কারণ, অনেক সরকারি অফিস আগারগাঁওয়ে অবস্থিত। আবার আগারগাঁও থেকে মতিঝিল যাওয়া সহজ।
মহাব্যবস্থাপক জানালেন, ‘অন্য স্টেশনগুলো চালু হলে যাত্রীসংখ্যা বাড়বে।’