অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে আজ বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরাসিংঘে। হাথুরা আগামী দুই বছর জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে, এই লঙ্কান ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত দলকে সেবা দিয়েছেন।
হাথুরার অধীনে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয়। কিন্তু কোচ হিসেবে বাংলাদেশের বিদায়টা মোটেও সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। সেই ইতিহাসকে মাথায় রেখে টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্সের উন্নতির আশায় বিসিবি তাকে আগামী দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দেয়।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরাসিং এর প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ। আগামী মাসে থ্রি লায়নের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, ঢাকায় পা রাখার আগেই হাতুরাসিং-এর সঙ্গে ইংল্যান্ড সিরিজের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি।
হেরাথ রোববার সাংবাদিকদের বলেন, “চন্ডিকা এর আগেও বাংলাদেশে কাজ করেছেন এবং সেই সময়ে বেশ ভালো করেছেন।” তার সঙ্গে খেলার অভিজ্ঞতা আমার আছে। পরে তার কোচিংয়েও খেলেছি। তার সম্পর্কে আমার মতামত খুবই ইতিবাচক। এর পাশাপাশি তাকে পেলে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে বলে আমার বিশ্বাস।