বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর সব ক্রিকেটার বিশ্রাম পেলেও সাকিব আল হাসানকে ছুটতে হয়েছে পাকিস্তানে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে সেখানে গিয়েছিলেন দেশের সেরা এই ক্রিকেটার। কিন্তু এক ম্যাচ খেলেও পিএসএলে থাকেননি তিনি। হঠাৎ করেই খেলা ছেড়ে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অলরাউন্ডার।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এক ম্যাচ খেলেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
সাকিবের পরিবর্তে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে নেওয়া হয়েছে। জালমি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পেশোয়ার প্লে অফে উঠলে সাকিব আবার ফিরতে পারেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাকিব নিজেও ইঙ্গিত দিয়েছেন- গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে পিএসএল ছাড়তে হবে। আমি জানি এখানে আমার একটি শক্তিশালী সমর্থক দল আছে এবং এই ভিড়ের সামনে সব ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। তবে হতাশ হওয়ার কিছু নেই। পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখতে আমি টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে আবার ফিরে আসব।