ঢাকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড দল

eng-cricket-team-colected
Spread the love

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংলিশ ক্রিকেটাররা। এ সময় তাদের স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।

এছাড়া ৩ ও ৬ মার্চ দুটি ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *