মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৫০ হাজার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে

earthquake-turkey-syria-collected
Spread the love

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখন পর্যন্ত ৫০ হাজার ১৩২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে তুরস্কে রয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর প্রতিবেশী সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ৯১৪। খবর আল জাজিরার।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ মৃতের সংখ্যা আপডেট করেছে।

জানা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ৫০ হাজার ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন।

৬ ফেব্রুয়ারি ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কিছুক্ষণ পর আবার ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর ২০ ফেব্রুয়ারি রাতে আবারও ৬.৪ ও ৫.৮ মাত্রার দুটি ভূমিকম্প হয়।

প্রথম ভূমিকম্পের পর দেশটিতে ৯ হাজার ১৩৬টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পে দেড় লাখেরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পকে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *