মিয়ামি এর হয়ে অনুশীলনের প্রথম দিনে খোশ মেজাজেই লিওনেল মেসি। তাই তো ভক্তরা আশা করছেন ম্যাচেও মেসি ঝলকে জ্বলে উঠবে মাজিক সিটি।
অবশ্য অতীতের চেয়ে ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখিনও হতে যাচ্ছেন ফুটবলের জাদুকর মেসি। এতোদিন সতীর্থ হিসেবে পেয়েছেন তারকা সব ফুটবলার। আর এখানে ইন্টার মিয়ামি ট্রেনিং সেন্টারে দলের একমাত্র তারকা ফুটবলার তিনি নিজেই। আর তাই রেকর্ড সাতবারের বার্সা স্টারের প্রথম দিনের অনুশীলনে পুরো ফোকাস ছিল তাকে ঘিরেই।
সবমিলিয়ে ফ্লোরিডা বিউ ট্রেনিং সেন্টারে অন্যরকম একটা দিন কাটিয়েছেন মেসি। ইন্টার মিয়ামিতে বসত গড়া লিওনেল মেসি নামেন প্রথম দিনের অনুশীলনে। যেখানে সতীর্থদের সঙ্গে খোশ মেজাজেই দেখা মিলেছে এই ফুটবল জাদুকরের। অনুশীলনে মেসি ছিলেন সবার মধ্যমনি। প্রথম দিন হিসেবে হালকা অনুশীলনে সময় পার করেছে পুরো দল। অনুশীলনের প্রায় পুরোটা সময় পাশেই ছিলেন সাবেক বার্সা স্টার সার্জিও বুস্কেটস। আর প্রথম দিনের অনুশীলনের ছবি ফুটবল প্রেমীদের ভাগ করে নিয়েছে ইন্টার মায়ামি।
অনুশীলনে মেসি আলাদা করে কথা বলেছেন ভেনেজুয়েলার স্ট্রাইকার জোসেফ মার্টিনেজের সাথে। কারণ আক্রমণ ভাগে এলএমটেনের সারথী হবেন এই মার্টিনেজ। আনুষ্ঠানিক টুইট বার্তায় এই জুটিকে নিয়ে শুভকামনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এদিন নজর ছিল কোচ টাটা মার্টিনোর ওপরও। আর্জেন্টাইন এই কোচ একসময় ছিলেন বার্সেলোনার ডাগআউটে। তাই নতুন ক্লাবে মেসি-বুস্কেটসের স্বাস্থ্যের অনেকটা জায়