যুক্তরাষ্ট্রে এবার মাটি হয়ে গেল বড়দিনের আনন্দ । তীব্র শীত এবং সাইক্লোনের আঘাত উৎসবকে মাটি করে দিয়েছে।
তুষার আর বরফ কনকনে শীতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এ ভূখণ্ড যেন এখন আস্ত ডিপফ্রিজ হয়ে আছে। গোটা দেশে খুবি বাজে অবস্থা। গরম পানিয় ছুড়ে মারলে সাথে সাথেই বরফ হয়ে ঝরে পড়ছে মাটিতে।
শুক্রবার রাতে দেশটিতে বয়ে যাওয়া ঘণ্টায় ৭০-৮০ মাইল বেগের বোম্ব সাইক্লোনের পর থেকে তাপমাত্রা শুধু কমছে যুক্তরাষ্ট্রে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে শহরগুলোতে।
তার জন্য বড়দিন এবার ১০ লাখ মানুষের অন্ধকারেই কাটাতে হয়েছে । দুর্ভোগ-ভোগান্তির এখানেই শেষ নয়। মধ্যপশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে আরও সারে ছয় কোটি মানুষ। ছুটির দিনে দুর্দশার কবলে পড়েছে আরও ঘুরতে যাওয়া লক্ষ লক্ষ মানুষ।
যোগাযোগব্যবস্থা থেমে গেছে একেবারে । বাতিল হয়েছে শত শত ফ্লাইট। রয়টার্স, বিবিসি, সিএনএন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) তথ্যানুসারে, তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি ফারেনহাইটের (মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলেই এমন হিম শীতল ঠান্ডা আবহাওয়া। যার মধ্যে নাতিশীতোষ্ণ দক্ষিণ রাজ্যগুলো রয়েছে। স্থানীয় একজন বলেন তারা এখন জমাট বাঁধা নরকে বাস করছে। যুক্তরাষ্ট্রের ২০ কোটিরও বেশি মানুষ এখনো আবহাওয়া সতর্কতার অধীনে আছে।