গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থল মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। শনিবার সকাল থেকে কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৯টা নাগাদ অনুষ্ঠানস্থল জমজমাট।
বর্ণিল ব্যানার নিয়ে জনসভায় যোগ দেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিলে জনসভাস্থলে আসা নারী-পুরুষের দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ চার বছর পর তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টায় তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবে উপজেলা আওয়ামী লীগ। এখানে বসে তিনি অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরই মধ্যে জনসভায় বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলায় এই জনসভা হবে স্মৃতির সবচেয়ে বড় জনসভা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকার লাখ লাখ মানুষ জনসভায় যোগ দেন।
জনসভায় আসা পাকপাড়া গ্রামের বয়স্ক মহিলা সুমিত্রা ওঝা বলেন, “আজ আমাদের মা (শেখ হাসিনা) তালিমপুরের তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন। খুব ভোরে এখানে এসে মায়ের এক আভাস পান। তার কথা শোন।’
কোটালীপাড়ায় জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।