২০ মে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু

BUET-Collected
Spread the love

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। শুক্রবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ২০ মে প্রাথমিক বাছাইপর্ব এবং ১০ জুন চূড়ান্তপর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।’

অধ্যাপক মিজানুর রহমান জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় বসতে পারবে। আর প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছয় হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে।

গত বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে, তাতে পাশ করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *