এবার কানাডার আকাশে একটি রহস্যময় বস্তু শনাক্তের কথা জানালেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্তের পর যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়। বর্তমানে বস্তুটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
তিনি জানান, রহস্যময় বস্তু শনাক্তের পরই সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান এফ-২২ বস্তুটি ভূপাতিত করে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ট্রুডো। এ ছাড়া আকাশে অনেক ওপর দিয়ে উড়তে থাকা রহস্যজনক বস্তুটি প্রথম শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালনকারী সংস্থা ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড’কে ধন্যবাদ জানান তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু উড়তে দেখা যায়। আকাশে অনেক ওপর দিয়ে উড়ছিল সেই বস্তুটি। রহস্যজনক এই বস্তু শনাক্ত হওয়ার পরে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়ে সেটা ভূপাতিত করা হয়েছে বলে হোয়াইট হাউস জানায়।
এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন শনাক্তের পরই যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান পাঠিয়ে তা ভূপাতিত করে। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রহস্যজনক বস্তু শনাক্তের পরদিন কানাডার আকাশসীমায়ও একটি রহস্যজনক বস্তু শনাক্ত করা হলো।