অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরানোর আদেশ ইউএর, না হলে ভিসায় বিধি-নিষেধ

EU_council_collected
Spread the love

অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরাতে যেসব দেশ সহযোগিতা করছে না, তাদের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসা বিধি-নিষেধ আরোপের নির্দেশনা দিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বিশেষ বৈঠক শেষে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিবরণীতে উল্লেখ রয়েছে, অবৈধ অভিবাসন ও প্রাণহানি রোধ, ইইউয়ের সীমান্ত ও ধারণক্ষমতার ওপর চাপ কমানো, মানব পাচারকারীদের মোকাবেলা এবং প্রত্যাবর্তন জোরদারে ইইউ তার প্রচেষ্টা জোরদার করবে। এ ক্ষেত্রে ভিসা, ব্যবসা-বাণিজ্যসহ সহযোগিতার সব ধরনের কাঠামো ব্যবহার করবে ইইউ। এ ছাড়া কোন কোন দেশ থেকে ইইউয়ে অভিবাসন নিরাপদ, তার একটি তালিকাও তৈরি করতে বলা হয়েছে ইইউয়ের অ্যাসাইলাম এজেন্সিকে। 

ইইউয়ের ভিসাসংক্রান্ত আইনের ২৫(ক) ধারার আওতায় বিদ্যমান কাঠামোর পূর্ণ ব্যবহার এবং প্রত্যাবর্তনে সহযোগিতা না করা দেশগুলোর জন্য ভিসা সীমিত করে দিতেও ইউরোপীয় কাউন্সিল ইইউ সদস্য দেশগুলোকে আহবান জানিয়েছে।

ইউরোপীয় কাউন্সিল ইইউয়ের অগ্রাধিকার ও রাজনৈতিক গন্তব্য নির্ধারণকারী কর্তৃপক্ষ। ইইউয়ের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মিলে এটি গঠিত। এর বৈঠকগুলোতে ইইউয়ের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভও অংশ নেন।

ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের আগে গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অবৈধ অভিবাসন প্রশ্নে ইইউয়ের কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত এসেছিল। গত বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠক শেষে কাউন্সিল লিখিতভাবে যে সিদ্ধান্ত প্রকাশ করেছে, তাতেও কঠোর হওয়ার সুস্পষ্ট বার্তা রয়েছে। ইউরোপীয় কমিশন বৈঠকে অবৈধ অভিবাসী প্রবাহের যে তথ্য-উপাত্ত নিয়ে বসেছিল, তাতে বাংলাদেশ প্রসঙ্গ রয়েছে। লিবিয়া ও এর প্রতিবেশী দেশগুলো থেকে মধ্য ভূমধ্যসাগর  নৌপথে ইউরোপে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় তৃতীয় শীর্ষ স্থানে বাংলাদেশ। অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপের মুখে বাংলাদেশ ২০১৭ সালে ইইউয়ের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর করে। সেই এসওপির আওতায় অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাই সাপেক্ষে পর্যায়ক্রমে ফিরিয়ে আনছে বাংলাদেশ। কভিড মহামারির প্রথম বছরে সেই প্রক্রিয়ায় কিছুটা ভাটা দেখা দিলে ইইউ বাংলাদেশিদের ভিসার ওপর বিধি-নিষেধ আরোপের হুমকি দিয়েছিল। পরে বাংলাদেশ ওই প্রক্রিয়া ত্বরান্বিত করায় ইইউ তার কঠোর অবস্থান থেকে সরে আসে। তবে এখনো ইইউয়ে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি অবৈধভাবে আছেন। একদিকে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে ইউরোপে যাচ্ছেন।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *