![মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩০০! morocco-earthquake-today](https://i0.wp.com/dainikbhashwakar.com/wp-content/uploads/2023/09/morocco-earthquake-today-jpeg.webp?resize=600%2C400&ssl=1)
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩০০!
মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যাতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে প্রবল ভাবে। প্রাথমিক তথ্যে জানা যায় প্রায় ৩০০ জনের নিহতের কথা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে এবং এটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে…