চীনের ৪৭ যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

china-bomber-planes-taiwan-dainik-bhashwakar
Spread the love

চীনের ৪৭ যুদ্ধবিমান তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে মহড়া চালিয়েছে। মহড়ায় অংশ নিতে তাইওয়ান প্রণালির আশপাশে আরও সাতটি জাহাজও পাঠিয়েছে বেইজিং সরকার। এমন দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর সিএনএনের। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে আরও জানানো হয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে ৪৭টি চীনা বিমান তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। তাইওয়ানের অভিযোগ পূর্ব ঘোষণা ছাড়াই বিমান প্রবেশ করেছে তাদের আকাশপথে। 

বিমানের মধ্যে ছিল ৪২টি জে১০, জে১১, জে১৬ এবং সু৩০ যুদ্ধবিমান, দুটি ওয়াই-৮, একটি কে জে-৫০০ যুদ্ধবিমান, একটি সিএইচ-৪ এবং একটি ওয়াইজেড-৭ ড্রোন। এমন পরিস্থিতিতে চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চলে এলে গতিপথ অনুসরণ করে তাইপের সামরিক বাহিনী।  

প্রসঙ্গত, গত আগস্টে তাইওয়ানের রাজধানী তাইপেতে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এতে অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। 

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে বেইজিং। এমনকি দ্বীপটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একত্রীকরণের ঘোষণাও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও তাইওয়ান সরকার নিজেদের স্বায়ত্তশাসিত একটি দ্বীপ হিসেবে দাবি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *