রাজধানীতে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে

c4962db7a7787a4d84f54ec6145a6981 636f80876c0f8 - Dainik Bhashwakar
Spread the love

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে সারাদেশে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২৬৬ জনের।

একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৮১ জন।

শনিবার (১০ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৪৪ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি আছেন ৬৯৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৮১ জন।

দৈনিক ভাষ্যকার এর পক্ষ থেকে সবাই কে সাবধান হওয়ার আহবান জানাচ্ছি আমরা।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *